মরক্কোর জয়ে যা বললেন ইমরান খান

শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। চলতি বিশ্বকাপে মরক্কোর রূপকথা ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে চলেছে। এমন জয় ছিনিয়ে আনায় মরক্কোকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব ও আফ্রিকান দেশ শেষ চারে পৌঁছেছে। গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তবে শুধু মরক্কোয় নয়, আরব বিশ্বেই চলছে খুশির আমেজ।

টুইটবার্তায় ইমরান খান বলেন, ”ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনাল এবং তারপরও তাদের সাফল্য কামনা করছি।”

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা