বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার পক্ষ থেকে অবিলম্বে ১০% কর্তনের আদেশ প্রত্যাহারের আহ্বান

image_pdfimage_print

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(স্কুল,কলেজ,মাদ্রাসা,কারিগরি) শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের শিক্ষক- কর্মচারীদের এপ্রিল ২০১৯ এর বেতন থেকে বাড়তি ৪% কর্তন আদেশ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন লক্ষীপুর জেলার বর্তমান সময়ের মাদ্রাসার অন্যতম প্রধান ও প্রিয় শিক্ষক সংগঠন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষীপুর জেলা শাখা।আজ বুধবার পল্লী নিউজকে পাঠানো এক বিবৃতিতে বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সভাপতি  মোহাম্মদ আলী,সহকারী অধ্যাপক ভবানি গন্জ ফাজিল মাদ্রাসা এবং জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম,প্রভাষক ও বিভাগীয় প্রধান আয়েশা (রা:)মহিলা কামিল (অনার্স ) মাদ্রাসা ও জেলা সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্লা জুয়েল, হাজির হাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অবিলম্বে শিক্ষকদের বাড়তি ৪% কর্তনের যে আদেশ জারি করা হয়েছে তাতে সাড়ে পাঁচ লাখ বেশিকদের মতামতের প্রতি বৃদ্ধাংগুলি দেখানো হয়েছে।মূলত জননেত্রী শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার জন্যই একটি মহল এমন ষড়যন্ত্র করছে।তাই অবিলম্বে বাড়তি ৪% কর্তন আদেশ পরিহার করে বেশিকদের প্রতি ন্যায় বিচার করার আহ্বান জানান বক্তারা।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা