বানিয়াচংয়ে সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন আজ

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধ:

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছেন বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে। বানিয়াচংয়ের কর্মরত সকল সাংবাদিক,নাগরিক সমাজের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশার মানুষকে প্রতিবাদী মানববন্ধনে অংশ গ্রহণ করার আহবান জানানো হয়েছে। জানা যায়,বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়িটি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছে ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিদ্যাভূষণ পাড়া গ্রামের স্থানীয় দাঙ্গাবাজ ওয়াহেদ বাহিনী।

দখলকৃত বাড়িটির বিষয়ে গত (১১সেপ্টেম্বর) রবিবার বিকালে ঢাকা থেকে বানিয়াচং আসেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও বিডি নিউজ ২৪.কমের স্পেশালএ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নুর। তিনি স্থানীয় প্রেসক্লাব সভাপতি ও কালের কন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, সমাচার প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা প্রতিনিধি আলমগীর রেজাসহ সরেজমিন রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহকালে ভূমিদস্যু ও রামনাথ বিশ্বাসের বাড়ি দখলকারী ওয়াহেদ বাহিনীর হামলার শিকার হন।

পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রাণে বাঁচেন।আহত সাংবাদিকরা বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার পর বানিয়াচং থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সোমবার বিকাল ৪.টায় হামলার সাথে জড়িত ওয়াহেদ বাহিনীর ওয়ালিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।তবে এখনো ধরাছোঁয়ার বাহিরে হামলাকারীদের মূলহোতা ওয়াহেদ মিয়া ও তার বাহিনী। অপরদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাজধানী ঢাকা,হবিগঞ্জসহ সারাদেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ি দখলমুক্ত করতে জোর দাবী জানানো হয়েছে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা মিলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা