বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে ৪০৯ রান সংগ্রহ ভারতের

image_pdfimage_print

অবিশ্বাস্যের দোলাই থাকলো ইনিংসজুড়ে। উইকেট, ক্যাচ মিসের পর শুরু হলো রীতিমতো তুলোধোনা।

বাউন্ডারি, ওভার বাউন্ডারি; কাভার ড্রাইভ, আপার কাট, এক হাতে সীমানা পাড়, সবই করলেন ভারতীয় ব্যাটাররা। ভিরাট কোহলি সেঞ্চুরি হাঁকালেন, ঈষাণ কিষাণ করলেন ডাবল সেঞ্চুরি।

তারা লিখলেন ইতিহাসও। তাতে বাংলাদেশের সামনে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে ৪১০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। প্রথম দল হিসেবে ভিরাট কোহলিরা বাংলাদেশের বিপক্ষে ছাড়িয়ে গেছেন চারশ রানের সংগ্রহ। এর আগে ইংল্যান্ডের ৩৯১ রান ছিল টাইগারদের সবচেয়ে বড় সংগ্রহ।

বিস্তারিত আসছে

সম্পর্কিত পোস্ট