নেত্রকোণায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

সারা দেশব্যাপী শিশু অধিকার বাস্তবায়নে কাজ করা জাতীয় শিশু সংগঠন (এনসিটিএফ) এর নেত্রকোণা জেলা শাখার বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ১৭ ডিসেম্বর) দুপরে
নেত্রকোণা পৌরসভা মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান।

হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও সর্বজিত দাসের সঞ্চালনায় এসময় তিনি বলেন এনসিটিএফ এর নির্বাচনের মধ্যে দিয়ে শিশুদের সাংগঠনিক কাজ করার আগ্রহ সৃস্টি হবে। একই সাথে আগামী দিনের যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে হবে আশা ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান, যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এবং ইয়েস বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার আলমগীর হোসেন
আলোচনা সভা শেষে জাতীয় শিশু টাস্ক ফোর্স (এনসিটিএফ) নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে দুপুর ১২ থেকে দুপুর তিনটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সু-শৃঙ্খলভাবে লাইন দারিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে এবং শিশুরাই এই নির্বাচন পরিচালনা করে থাকেন। নির্বাচনে অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য ভোটাধিকার প্রয়োগ করে গাজী
মিথিলা সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজ বিশ্বাস সহ এনসিটিএফ এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে থাকেন।

১২ থেকে ১৮ বছরের শিশু শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিশু টাস্ক ফোর্স নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা