নেত্রকোণার কলমাকান্দায় শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন কলমাকান্দার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। পুরো উপজেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুযেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

গত বোধবার সকাল থেকে শুরু হওয়া ঘন কুয়াশায় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বিভিন্ন বাজার মোড়, সড়ক এলাকার রোডঘাট গুলোতে ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।

এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।

নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।

রিক্সাচালক আজাদ রহমান বলেন, দিনের অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। ভাড়ার রিক্শা নিয়ে তেমন আয় করতে না পারায় ভোগান্তিতে আছি।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা