পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে না নেমেই লাল কার্ডের দেখা পেলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। তাছাড়াও অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার রবার্ট লেভানডস্কি।
এমন আরও ঘটন-অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ওসাসুনার মাঠে দাভিদ গার্সিয়ার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ডি-বক্সে হেড করে গোলটি নিশ্চিত করেন ওসাসুনার স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোন কার্যকরী আক্রমণ শানাতে পারে নি জাভির দল।
উল্টো ম্যাচের ৩১ মিনিটে দলকে বিপদে ফেলেন রবার্ট লেভানডস্কি। মাঝমাঠে স্বাগতিকদের গোলদাতা গার্সিয়াকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। এতে ম্যাচের বাকি সময় দশ জনের দল নিয়ে খেলতে হয় বার্সার।