ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘বড় ছেলে’, মেহজাবীনের নিজের পছন্দ কোনটি

image_pdfimage_print

এই প্রজন্মের তরুণদের কাছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ—সবখানেই নিজগুণে দক্ষতার উদহারণ দেখিয়ে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি বড় পর্দাতেও নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। এক অনুষ্ঠানে গিয়ে নিজের কাজ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
কোনো কাজ যখন সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পায়, তখন কেমন লাগে— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘দর্শক একটা দেখে, তখন অবশ্যই আমার ভালো লাগে। কারণ, দর্শকদের জন্যেই আমরা কাজ করি। তারপরও আমি বলব, আমার নাটকের ক্ষেত্রে ক্যারিয়ার টার্নিং যে নাটকটা ছিল সেটি হচ্ছে, “বড়ছেলে”। যেটা নিয়ে দেশে তুমুল আলোচনা হয়েছিল এবং সবাই পছন্দ করেছিল।

আমাকে নতুনভাবে দর্শক দেখতে পেয়েছিল এবং আমাকে নিয়ে ওই সময় অনেক আলোচনা হয়েছিল। আমার বলতেই হবে ওই দিন থেকে আমার ক্যারিয়ার একটা স্টেপ ওপরে চলে গিয়েছে। সেটা অবশ্যই সব সময় আমার খুব পছন্দের তালিকায় ওপরে থাকবে। ব্যক্তিগত পছন্দের তালিকায় আছে ভিকি জাহেদের “চিরকাল আজ”। এটা আমার জন্যে অনেক চ্যালেঞ্জিং। এটা ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং প্রিয় কাজ ছিলো আমার জন্য।’

আজকের মেহজাবীন হয়ে ওঠার পেছনের গল্পটিও বলেন মেহজাবীন। তাঁর মতে, ‘আমার কখনই অভিনেত্রী হওয়ার প্ল্যান ছিল না। দেশে ফেরার পর লাক্স চ্যানেল আই সুপারস্টারে যাই, যাওয়ার পর দেখি কত দূর যেতে পরি। পাশাপাশি দেশে যেহেতু কোনো বন্ধু ছিল না, আমার মনে হয়েছে, এখানে অনেক মেয়ে আছে। হয়তো একজন-দুজন বন্ধু হতে পারে। ধারণা ছিল না এটাতে আমি জিতে যাব। পাশাপাশি চট্টগ্রাম থেকে ঢাকায় আসাটাও চ্যালেঞ্জিং ছিল। আম্মুকে শর্তও দিয়েছিলাম, প্রতিযোগিতার ব্যাপারে ঢাকার আত্মীয়–স্বজনদের বলা যাবে না। কারণ, যদি আমি হেরে যাই, তাহলে খুবই লজ্জা পাব। আমি একেবারেই কাউকে বলতে দিইনি।’

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা