কমলনগরে– পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতির নদী ভাঁগা পরির্দশন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন আগামী র্বষা মৌসুমের আগেই কমলনগর ও রামগতি উপজেলার দুই ১৩’শ মিটার নদী রক্ষা বাঁধ শুরু হবে। এছাড়া ২য় পেইজের ১৬ কিলোমিটার এই শীতের শুরুতে কাজ শুরু করা হবে,যাতে কমলনগর ও রামগতি উপজেলা আর নর্দী গর্ভে বিলীন না হয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তাই নদী রক্ষা বাঁধ শুরু হবে।
শুক্রবার (১২ এপ্রিল) কমলনগর মাতাব্বরহাট নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন এক পথ সভায় এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, সারা দেশে নদী ভাংছে। ভোলা বরিশাল, কুড়িগ্রাম সিরাজগঞ্জ সব এলাকায় নদী ভাংছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে রামগতি ও কমলনগরে দ্রুত কাজ শুরু হবে। আপনারা র্নিভয়ে বাড়ি ঘর দালাল কোঠা র্নিমান শুরু করেন। এই এলাকা আর নদীতে ভাংবে না। আমরা দ্রুত কাজ শুরু করবো।
সভায় সভাপত্বি করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, কমলনগর উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়াম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, আবুলখায়েরসহ প্রমূখ।