লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের সামনে উচ্চ শব্দে মাইক বাজিয়ে; ঢাকঢোল পিটিয়ে ও আনন্দ মিছিল করে যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারাভঙ্গ করে হর্ণ বাজিয়ে মাঠে মোটরসাইকেল পার্কিং করে। কেন্দ্র এলাকায় ঢুকে মিছিল করে। এসব পরিস্থিতির কারণে পরীক্ষায় বিঘœ ঘটে। শিক্ষক অিাবক ও সচেতন মহল বির্বত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
শনিবার (১১ নভেম্বর) গণিত পরীক্ষা চলাকলে কমলনগরজেডিসি পরীক্ষার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকাউচ্চ বিদ্যালয়, কলেজ শাখা ও মডেল প্রাইমারি স্কুল পরীক্ষাকেন্দ্র এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের সামনে উপজেলা আওয়ামী লীগেরদলীয় কার্যালয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত এ আয়োজনে সকাল ১০ টা থেকে উপজেলাবিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিলনিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকে। পরে সকাল ১১ টারদিকে সব ইউনিটের মিছিল এক হয়ে ঢাকঢোল পিটিয়ে, সানাই বাজিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসেশেষ হয়। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলে দুপুর ১২ টা পর্যন্ত। এসময় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রঘেঁসে মাঠে মোটরসাইকেল পার্কিং করে।পরীক্ষা চলাকালিন ঢোকঢোলের শব্দ, সানাইয়ের সুর ওমোটরসাইকেলের হর্ণে পরীক্ষার্থীদের গণিত পরীক্ষাবিঘœঘটে এসময় তাদের মনোযোগ নষ্ট হয়।
পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা চলাকালিন সময় মিছিল-মিটিং, ঢাকঢোল ও মটরসাকেলের হর্নের উচ্চ শব্দে আমাদেরগণিত পরীক্ষায় বিঘœ ঘটেছে। এসময় আমাদের মনোযোগ নষ্ট হওয়ায় অংকের পরীক্ষা খারাপ হয়।
চর ফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার জেডিসিপরীক্ষার্থী সুরমা, রেহানা ও মারজাহান জানান, পরীক্ষাচলাকালে এমন পরিস্থিতি তারা আশা করেনি।
কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পিবলেন, পরীক্ষা আছে বিষয়টি মাথায় ছিল না। পরে জানতে পেরেঅনুষ্ঠান সংক্ষিপ্ত করি। বাইরের মাইক বন্ধ রাখি।
কমলনগর পরীক্ষা কেন্দ্রের সহকারি সচিব মাওলানা মাকছুদুররহমান বলেন, বিষয়টি আমরা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।