কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

image_pdfimage_print

নিজস্ব সংবাদাতাঃ

লক্ষ্মীপুর কমলনগরে টাকা দিয়ে দমানোর চেষ্টা করেছে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে অফিস সহায়ক পদে নিয়োগ প্রার্থী রাশেদ কে।

গত ১৪ জুলাই ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়কসহ মোট চারটি পদে, ১ জন করে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করে দৈনিক ইনকিলাব পত্রিকায়। নিয়োগে দুর্নীতি প্রমান পাওয়ায় পরিক্ষা কেন্দ্রেই সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ কমিটি। অভিযোগে বলা হয় গত ৯ সেপ্টেম্বর ২২ইং শুক্রবার ৯ ঘটিকার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর সহিদ পরিক্ষা না দিয়ে চলে যেতে বলে এবং পরে বিকেল বেলায় সভাপতি (মনিরুল ইসলাম রিপু) পরিক্ষার দিন বিকালে আমাদের বাড়িতে এসে আমার মায়ের কাছে এক লক্ষ টাকা দিয়ে যায় এবং বলে যে, সে যেনো আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে। ঐ এক লক্ষ টাকা বর্তমানে আমার মায়ের কাছে গচ্ছিত আছে।

স্কুল কর্তৃপক্ষ যাকে চাকুরী দেওয়ার সিদ্ধান্ত করেছে সে প্রসিদ্ধ একজন জুয়াড়ী এবং সে যে অষ্টম শ্রেণির সার্টিফিকেট জমা দিয়েছে তা সম্পূর্ণ জাল এবং ভূয়া বলে দাবি করেন মোঃ রাশেদ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুন মতিন জানান, সহকারী প্রধান শিক্ষক পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় সেই পদে নিয়োগ স্থগিত করা হলো, তাছাড়া বাকি পদেও বিভিন্ন অভিযোগ রযেছে তদন্তে প্রমান পেলে নিয়োগ বাতিল করা হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা