কমলনগরে ছাত্রীদের সচেতন করতে স্যানেটারি ন্যাপকিন বিতরণ

image_pdfimage_print

লক্ষ্মীপুর : স্বাস্থ্য সচেতনতা বাড়াতে লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হাজিরহাট তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০০ ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

এসময় সচেতনতামূলক বক্তব্য রাখেন কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহিদ বিল্লাহ।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ছাত্রীদের সচেতন করতে এডিপির অর্থ থেকে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা