আবরো জনপ্রিয় হয়ে উঠছে নকিয়া ফোন

image_pdfimage_print

এক সময় ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। দক্ষিণ এশিয়ার মোবাইল ফোনের বাজারে ৭০ শতাংশ দখল ছিল ফিনল্যান্ডের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির।

কিন্তু অ্যানড্রয়েড ফোনের প্রচলন শুরু হলে বাজার হারাতে থাকে নকিয়া। হারানো বাজারে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করেছে এইচএমডি গ্লোবালের মালিকানায় থাকা বিশ্বখ্যাত নকিয়া। বিক্রি বাড়িয়ে ফের একবার শিরোনামে এসেছে প্রতিষ্ঠানটি।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিক্রির নিরিখে এই মুহূর্তে বিক্রির নিরিখে পঞ্চম স্থানে রয়েছে নকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির নিরিখে এই তথ্য সংগ্রহ করেছে আইডিসি।

রিপোর্টে জানানো হয়েছে বিক্রির নিরিখে ১৫তম  স্থানে রয়েছে নকিয়া সি১০০। চলতি বছর নকিয়া সি২০০ মডেল বিক্রিতেও জোয়ার দেখেছে স্ক্যান্ডেনেভিয়ার সংস্থাটি। একই সঙ্গে চলতি বছর দ্বিতীয় ত্রৈমাসিকে প্রথম ত্রৈমাসিকের থেকে বিক্রি বেড়েছে নকিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে নিজের জমি ইতিমধ্যেই সংস্থাটি।মনে করা হয় যে ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে আমেরিকায় নকিয়া ফোন বিক্রি আরও বাড়তে পারে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা