আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার স্বীকৃতি পেলেন তৃতীয় চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার স্বীকৃতি দেওয়া হয়েছে। লন্ডনে এবং যুক্তরাজ্যের চার কোণে কামানের গোলা নিক্ষেপ করে এবং ঘোষণা পাঠের পর একটি অনুষ্ঠানে রাজা চার্লস তৃতীয়কে ব্রিটেনের নতুন শাসকের মর্যাদা দেওয়া হয়। চার্লসের রাজদায়িত্ব পাওয়ার ঘোষণাটি যুক্তরাজ্যের অন্যান্য রাজধানী শহরগুলো যেমন: স্কটল্যান্ডের এডিনবার্গ, উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট, ওয়েলসের কার্ডিফ ও অন্যান্য স্থানে প্রকাশ্যে পাঠ করা হয়েছে।

চার্লস (তৃতীয়) এখন থেকে যুক্তরাজ্য ও অন্যান্য ১৪ রাষ্ট্রের রাজা ও রাষ্ট্র-প্রধান। এসব রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি রয়েছে। তবে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক পরবর্তীতে অনসুষ্ঠিত হবে। তবে তা কবে হবে তা স্পষ্ট নয়। এর আগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা