আগামী মাসে খুলে দেওয়া হবে ভারত-বাংলা বর্ডার হাট

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

দীর্ঘ তিন বছর পর খোলা হচ্ছে বাংলাদেশ-ভারত বর্ডার হাট। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট খুলে দেয়া হচ্ছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

আজ (১৫ নভেম্বর২২)মঙ্গলবার বাংলাদেশ- ভারত দুই দেশের যৌথ আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে।আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাংওবাংলাদ­েশ কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। পৃথক সংবাদ ব্রিফিংয়ে তারা জানান অফিসিয়ালি কাগজ পত্রের সাক্ষরতা শেষ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাট খুলে দেওয়া জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষে আলোচনা সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, রাজিবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,রাজিবপুর উপজেলাও ভারতের পক্ষে থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাং,অতিরিক­্ত জেলাপ্রশাসক
কে সাংমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
শ্রীমতী লিনা সহ দুই দেশের বিজিবি বিএসফ বর্ডার হাটের ব্যবসায়ী বৃন্দ।

বর্ডার হাটের ব্যবসায়ী বলেন, যখন বর্ডার হাট চলতো তখন আমাদের সাংসারিক জীবনটা ভালো ভাবে চলতো হঠাৎ করোনা কালিন সময় বন্ধ হয়ে যাওয়া আমরা বিপাকে পড়েছি, বর্ডার হাটটি যদি খুলে দেওয়া হয় সুন্দর ভাবে চলতে পারবো।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা