১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের তফসিল

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ানি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য ৫০টি আসন নির্ধারণ করা আছে। যারা রাজনৈতিক দল আছে, তাদের আমরা চিঠি দিয়ে অবহিত করবো। মহিলা আসনের নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করবে কি না, সেটা আমাদের অবহিত করার জন্য চিঠি পাঠাবে। এবং যারা স্বতন্ত্র প্রার্থী, এটা আমাদের ৩০ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অবহিত করবে যে, তারা এককভাবে থাকবে নাকি জোটগত ভাবে থাকবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে, ৩০ জানুয়ারির মধ্যে আমরা যখন জানতে পারবো, তারা কিভাবে নির্বাচন করবে, এরপর আমরা ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবো। ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হবে। বিস্তারিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা