সরু সেতুর মাঝে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী-ডাংধরা সড়কের তারাটিয়া বাজারের দক্ষিণে খালের ওপর নির্মিত সরু সেতুতে গর্ত হয়েছে। বিকল্প সড়ক না থাকায় ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত ভাঙা সেতু অপসারণ করে সড়কের উপযোগী প্রশস্ত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

দেওয়ানগঞ্জ শহর থেকে উত্তরের ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর– তিনটি ইউনিয়নসহ রাজীবপুর ও রৌমারী উপজেলার মানুষ প্রতিদিন ভাঙা সেতুর ওপর দিয়ে চলাচল করে থাকে। দেওয়ানগঞ্জ শহরে তাদের চলাচলের একমাত্র সড়কে সেতুটির অবস্থান। জামালপুর জেলা শহরে যাতায়াতের বিকল্প পথ থাকলেও দূরত্ব অধিক। এ কারণে জামালপুর ও দেওয়ানগঞ্জ শহরে যাতায়াতে ভাঙা সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
সানন্দবাড়ী মুগিরচরের আব্দুল হাই সরকার বলেন, উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সড়ক দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী-ডাংধরা। এই সড়কে নির্মিত ভাঙা সেতু পার হয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। একদিকে সেতুটি অপ্রশস্ত, অন্যদিকে মাঝখানে গর্ত। কখন যে দুর্ঘটনা ঘটে, বলা কঠিন।

তারাটিয়া মণ্ডলপাড়ার আবুল কালাম জানান, কর্তৃপক্ষ বিষয়টি জেনেও সেতুটির ভাঙা অংশ সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিচ্ছে না। বিষয়টি দুঃখজনক। ওই স্থানে সড়কের উপযোগী প্রশস্ত সেতু নির্মাণ ও ভাঙা সেতু দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

কাঠারবিল সাপমারী গ্রামের নজরুল ইসলামের ভাষ্য, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী-ডাংধরা সড়কে নির্মিত সেতুগুলো অপ্রশস্ত ও পুরোনো। এর আগে সড়কটির কাঠারবিল মহারাণী খালের ওপর নির্মিত সেতু ও পোড়ারভিটার কাছের সেতু দুটির মাঝখানে গর্ত হয়। তবে সেতু দুটির ভাঙা অংশ সিমেন্ট ও বালু দিয়ে সংস্কার করেছে কর্তৃপক্ষ। তাতেও ঝুঁকির মাত্রা শেষ হয়নি। সেতু দুটি দুর্বল হয়ে পড়েছে বিধায় যে কোনো সময় ধসে পড়তে পারে।

ট্রাকচালক আব্দুস সবুর জানান, অনেক দিন আগে সেতুটির মাঝখানে গর্ত হয়েছে। ভাঙা ওই সেতুতে উঠলে ভয় লাগে। কখন যে সেতু ভেঙে যায়, বলা কঠিন। বিকল্প সড়ক না থাকায় তার ওপর দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বড় যানবাহনের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি। মালবোঝাই ট্রাক উঠলে দুমড়েমুচড়ে যাওয়ার মতো হয়ে পড়ে সেতুটি।

দ্রুত সেতুটি সংস্কার বা সড়কের উপযোগী প্রশস্ত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে।

বিষয়টি নিয়ে কথা হয় দেওয়ানগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলডিইডি) প্রকৌশলী তোফায়েল আহমেদের সঙ্গে। তাঁর ভাষ্য, সেতুতে গর্তের বিষয়টি জানেন তিনি। খুব দ্রুতই সংস্কার করা হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা