লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 লক্ষ্মীপুর: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে বুধবার (২৫ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়। সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে ওই স্কুলের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী জহির সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, উপ-পরিচালক (ডিডিএলজি) মীর শওকত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জাব্বার, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার পাল,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর রামগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী নাছির উদ্দিন, রামগতি ও কমলনগর উপজেলা প্রকৌশলী বেগম মনিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা