এইসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু স্বপন দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পিযুষ বনিক, সাধারন সম্পাদক উত্তম সুর, পৌর যুব ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার সঞ্চয় মজমদার, সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারন সম্পাদক পিজুষ কান্তি সাহা লিটন, রামগঞ্জ উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল সদস্য বৃন্দু। সম্মেলন শেষে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের উপস্থতিতে তারা রামগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
রামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সমেম্মল অনুষ্থি হয়েছে। ১১ নভেম্বর(শুক্রবার) সকালে থানা সংলগ্ন জিয়া অডিটোরিয়াম হল রুমে সভাপতি বাবু অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক সমর দাসের সঞ্চালনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রামগঞ্জ পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৭২ এর সংবিধান ফিরিয়ে আনবে বলে তারা জানান, ক্ষুদ্রনৃগোষ্ঠী সম্প্রাদায়ের আশা আস্তা ও অধিকার নিয়ে কথা বলবে এই সংগঠন। মানুষের অধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যাশায় এগিয়ে যাবে এই সংগঠন।