তামিম ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সাকিব

image_pdfimage_print

পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে, পঞ্চমবারের মতো ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো রানার্স আপ হলো ঢাকা। এর আগে তিনবার শিরোপা জিতেছে তারা।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। এবারের বিপিএলে দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল। ১৪ ম্যাচ খেলে ৪৬৭ রান করেছেন তিনি। তার দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেছেন ৩০১ রান। তিনি হাফ সেঞ্চুরি করেছেন দুইটি। বল হাতে তিনি নিয়েছেন ২৩টি উইকেট। তিনিই এবারের আসরের সেরা উইকেটশিকারি বোলার।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা