কমলনগর-রামগতি মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা হবে

image_pdfimage_print

বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান

 

কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা: বিকল্পধারা মহাসচিব ও লক্ষ্মীপুর ০৪, কমলনগর-রামগতি আসনের সংসদসদস্য মেজর (অব.) আবদু মান্নান বলেছেন, লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলায় মেঘনার ভয়াবহ ভাঙ্গনে বিস্তৃর্ণ জনপথ বিলীনহয়ে গেছে। সারা বছর ধরে মেঘনার ভাঙ্গনে এখানকার মানুষ অসহায়।এ ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষায় কাজ করা হবে । শীঘ্রই প্রায় ১৪০০মিটার কাজ করা হবে। এছাড়াও আরও ১৫ কি:মি: কাজের জন্যমন্ত্রণালয়ে অনুমোদনের চেষ্টা অব্যাহত আছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় মাতাব্বরহাট বাঁধ নির্মাণপরিদর্শণ কালে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন। তিনি আরও বলেন আমি কোন দলের নয়; সকলের এমপি। সবাই আমার কাছে সমান। আমি তাদের সবাই’র কথা শুনবো এবং এলাকারউন্নয়নের চেষ্টা করবো। সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিনমাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজর (অব.) আবদুল মান্নানের সহধর্মিনী উম্মে কুলসুম, আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা আবদুজ জাহের সাজু, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, বিকল্প যুবধারার কেন্দ্রিয় নেতা মো. শহিদ উল্যাহ, বিকল্পধারার কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, রামগতি উপজেলার যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মোল্লা,উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি,কমলনগর প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, মো. নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহমান দিদার, যুবধারার নেতা মিজানুর রহমান, মাহফুজুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩ যুগেরও বেশী সময় ধরে কমলনগের মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বিস্তৃর্ণ জনপথ। হুমকির মুখে রয়েছেউপজেলা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা। এলাকা বাসীরদাবীর মুখে ১ কি:মি: নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ হয়েছে। অনিয়মও নিন্মমানের কাজ হওয়াও গত দেড় বছরে ৮ বার ধস নামে। দ্রুতসময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধের সংস্কার ও বর্ষার আগে আরও ৮ কি:মি: বাঁধ নির্মান করার দাবী জানান এলাকাবাসি।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা