কমলনগরে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধবংস

 
কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডে নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে মৎস্য কর্মকর্তা,কোস্টগার্ডের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, উপজেলার কাদির পন্ডিতের হাট কডরিয়ার ঘাটে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়নি। তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণের মৌসুম। এ সময় মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরার প্রস্তুতি নেয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা