কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা স্পন্দন সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিস এ আয়োজন করে।
কমলনগর উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরী তার বক্তব্যে বলেন, খানা ভিত্তিক তথ্য ভান্ডার শুমারীর মাঠ ভিত্তিক তথ্য সংগ্রহ আগামী ০৭ থেকে ২৬ নভেম্বরের মধ্যে শুরু হবে। এ তথ্য সংগ্রহ থেকে কেউ যাতে বাদ না পড়ে এবং একটি খানা যাতে দুইবার লিপিবদ্ধ না হয় সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে। রোহিঙ্গা যেনো অন্তর্ভূক্ত না হতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল নাগরিক নির্ধারিত ফরম পুরনের মাধ্যমে শুমারীতে অন্তর্ভূক্ত হতে হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা