ইলিশ শিকারের দায়ে রামগতিতে ৯ জেলের কারাদন্ড

image_pdfimage_print

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ অক্টোবর) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী প্রত্যেক জেলেকে ১ মাস করে কারাদন্ড দেন। এসময় ২০ হাজার মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মো. সিরাজ, মো. দুলাল, আ. মোতালেব, নুর আলম, মো. হেলাল, রায়হান, মো. এরশাদ, হানিফ ও ইব্রাহীম। তারা নোয়াখালী ও লক্ষ্মীপুরের রামগতি এলাকার বাসিন্দা।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় অভিযান চালায়। এসময় আইন অমান্য করে মাছ ধরার দায়ে ৯ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্টজাল। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা