ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দাখিল পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তিন শিক্ষককে ১৫ দিন করে ও এক ফটোকপি দোকানিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত শিক্ষকরা পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ফটোকপির দোকানে প্রশ্ন পাঠান।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ দণ্ডাদেশ দেন।
ইউএনও হাসিনা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩৩৩ নম্বরে কল পেয়ে ওই কেন্দ্রের পাশে একটি ফটোকপি দোকানে অভিযান পরিচালনা করে ইংরেজি প্রথমপত্র প্রশ্ন ও নকল পাওয়া যায়। ওই দোকান মালিক মহসিন রিফাতকে আটকের পর তিনি জানান—তিন শিক্ষক এ প্রশ্ন ও উত্তর সরবরাহ করেছেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওই তিন শিক্ষককে আটক করে ১৫ দিনের ও দোকান মালিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও জানান নির্বাহী এ ম্যাজিস্ট্রেট।